নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

০৮ সেপ্টেম্বর ২০২৫

কুতুবপুরে প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৯, ৭ সেপ্টেম্বর ২০২৫

কুতুবপুরে প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

নারায়ণগঞ্জ সদর উপজেলার আওতাধীন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া এলাকার অবস্থিত স্বনামধন্য দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানা'র বহিষ্কার চাই বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। 

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে দেলপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ছাত্র-ছাত্রীরা মিলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানার বহিষ্কারের দাবিতে মানববন্ধন করা হয়। জানা যায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জুয়েল রানা নারী কেলেঙ্কারির সাথে জড়িয়ে পড়েছে যার জন্য বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হচ্ছে। 

এই বিষয়ে জানতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফী বিদ্যালয়ে আসেন পরে শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

এই বিষয়ে তিনি সাংবাদিকদের জানান, আমি বিষয় টি ছাত্র-ছাত্রীদের কাছ থেকে শুনেছি এই স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বিষয়টি অবগত করবো উনি তদন্ত করে সিদ্ধান্ত নিবে। 

এই বিষয়ে জানতে চাইলে দেলপাড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিংক কমিটির সদস্য মো. নাছির প্রধান বলেন,   দেলপাড়া উচ্চ বিদ্যালয় একটি স্বনামধন্য বিদ্যালয় এখান থেকে অনেক শিক্ষার্থী বের বড় বড় পজিশনে আছে। কারো জন্য এই বিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হোক সেটা আমরা কেউ চাই না।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখবো যদি অপরাধী হয় তাহলে কোনোভাবেই তাকে বিদ্যালয়ে ঢুকতে দেওয়া হবে না। 

নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বহিষ্কারের দাবিতে মানববন্ধনে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেন সাজিদ আহমেদ, নাইমুল রাতুল,ওয়ালিদ প্রধান,আলিফ খান, সাকিব শিকদার ও রাহাম খান।

এই বিষয়ে সাজিদ আহমেদ বলেন, আমরা আজ শিক্ষার্থীরা মানববন্ধন করছি একজন নারী কেলেঙ্কারির সাথে জড়িত শিক্ষকের বহিষ্কারের দাবিতে। স্কুল কর্তৃপক্ষ আমাদের কথা দিয়েছে এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে একটা ব্যবস্থা করা হবে। 

নারী কেলেঙ্কারির বিষয় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী জুয়েল রানার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।