
গত ১৪ সেপ্টেম্বর আইনশৃঙ্খলা রক্ষা কমিটির সভায়,জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ ইউনাইটেড ক্লাব মাদকের আখড়া বলে বক্তব্য প্রদান করেন। তার সেই বক্তব্যে নিজেদের অবস্থান ব্যাখা করতে শনিবার বেলা ১১ টায় ইউনাইটেড ক্লাব সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
ইউনাইটেড ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন তাপু লিখিত বক্তব্যে বলেন, ইউনাইটেড ক্লাব ৭০ বছরের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সামাজিক উন্নয়নে বিভিন্ন কাজ করে থাকে। বিশেষ করে ফ্রি মেডিক্যাল ক্যাম্প,শিশুদের টিকা প্রদানসহ সমাজ সেবায় ভুমিকা রাখার চেষ্টা করে আসছে।
তিনি দাবী করেন, ইউনাইটেড ক্লাবে সকল শ্রেনী পেশার মানুষ সদস্য হিসেবে রয়েছে। দলমত নির্বিশেষে এই প্রতিষ্ঠান থেকে মানুষ সেবা গ্রহণ করে থাকে।
তিনি জামায়েত নেতার বক্তব্যের প্রেক্ষিতে আরো বলেন, ইউনাইটেড ক্লাবে কোনো মদের বার নেই। অতএব এখানে মদ বা জুয়ার আসরের অস্তিত্ব নেই। সংবাদ সম্মেলনে ইউনাইটেড ক্লাব লিমিটডে এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।