নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

নারায়ণগঞ্জে মাতৃদুগ্ধ বিকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৩:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২১

নারায়ণগঞ্জে মাতৃদুগ্ধ বিকল্প বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও উহার বিধিমালা এবং বিগত ৫০ বছরে পুষ্টিখাতে বাংলাদেশের অর্জন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (১৩ সেপ্টেম্বর)  সকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ এর সভাপতিত্বে কর্মশালায় বিগত ৫০ বছরে পুষ্টিখাতে অর্জন বিষয়ে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তর (ঢাকা) এর পরিচালক ডা. মো. ইউনুস।


মাতৃদুগ্ধ  বিকল্প  আইন ২০১৩ ও উহার বিধিমালা ২০১৭ বিষয়ের উপর বক্তব্য রাখেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক ও ডিপিএম ডা. মো. আব্দুল আলীম।


জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার  ডা. মো. সাখাওয়াত হিমেলের সঞ্চালনায় কর্মশালায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র সাহা, খাঁনপুর ৩শ' শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আবুল বাসার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহিন্দ্র কুমার মন্ডল ও ভিক্টোরিয়া (জেনারেল)  হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আসাদুজ্জামান প্রমূখ।
 

সম্পর্কিত বিষয়: