নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিদ্যানিকেতনে নানা আয়োজন

প্রকাশিত:০০:২৫, ২১ ফেব্রুয়ারি ২০২১

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিদ্যানিকেতনে নানা আয়োজন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিদ্যানিকেতন হাই স্কুলে আলোচনা সভা, আবৃত্তি, নাচ ও দেশের গানের মধ্য দিয়ে পালন করা হয়।

শনিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বিদ্যানিকেতনের মিলনায়তনে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক ও বিদ্যানিকেতন ট্রাস্টের চেয়ারম্যান কাশেম হুমায়ূন।

বিদ্যানিকেতন হাই স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও বিদ্যানিকেতন ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম, ট্রাস্ট সদস্য আফজাল হোসেন পন্টি ও মাহবুব হোসেন।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আবৃত্তি, দেশের গান ও নৃত্য পরিবেশন করে। পরে শহীদ দিবস উপলক্ষ্যে আয়োজিত আবৃত্তি, গান ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।