নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

২৮ এপ্রিল ২০২৪

আড়াইহাজারে শিশু অপহরণ মামলায় ১ জনের কারাদণ্ড, ২ জনের খালাস

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৪৫, ২৪ আগস্ট ২০২৩

আড়াইহাজারে শিশু অপহরণ মামলায় ১ জনের কারাদণ্ড, ২ জনের খালাস

আড়াইহাজার থানার শিশু অপহরণ মামলায় ওমর ফারুক (৪৬) নামের একজনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।


বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল আসামির অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। একই মামলায় হাসান আলী ও ফটিক নামে দুজনকে খালাস দেন আদালত। দণ্ডপ্রাপ্ত ওমর ফারুক রাজশাহীর গোদাবাড়ি এলাকার সেকান্দর আলী ছেলে। 


আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ বলেন, ২০১২ সালের ১০ ডিসেম্বর আসামিরা জিহান নামের এক শিশুকে অপহরণ করে মুক্তিপণ দাবি করে। পরে এ ঘটনায় ভিকটিম শিশুর বাবা জীবনের চাচা মান্নান বাদী হয়ে আড়াইহাজার থানায় মামলা করেন।


সেই সঙ্গে অপহৃত শিশুকে রাজশাহী থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় ৪ জনের সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারকাজ শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না।


নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন।