নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৭ আগস্ট ২০২৫

৩০ দিনের আটকাদেশ

না’গঞ্জে বিএনপির দুই নেতা চাঁদাবাজির অভিযোগে কারাগারে

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:১৯:৫৭, ৭ আগস্ট ২০২৫

না’গঞ্জে বিএনপির দুই নেতা চাঁদাবাজির অভিযোগে কারাগারে

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তারকৃত নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের আহবায়ক ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহসভাপতি এস এম আসলাম এবং নারায়ণগঞ্জ জেলা তরুণ দলের সভাপতি ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপর সাবেক যুগ্ম আহবায়ক টি.এইচ তোফাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকালে বজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তাদের ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারা মোতাবেক ৩০ দিনের আটকাদেশ প্রদান করেন।

এরআগে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় অভিযান চালিয়ে সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের এস.ও রোড এলাকার নিজ বাসা থেকে এস এম আসলামকে এবং সিদ্ধিরগঞ্জের ৫নং ওয়ার্ডের আজিবপুর এলাকা থেকে টি এইচ তোফার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

সকালে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি জহির জানান, আসলাম ও তোফাকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ৩(২) ধারায় ডিটেনশনের জন্য বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। পরে বিকালে এক মাসের আটকাদেশ দিয়ে তাদের কারাগারের পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।

এছাড়া আটককৃত টি এইচ তোফার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩)/২৫ ধারার পাশাপাশি দণ্ডবিধির ৪৩৫ ধারায়ও মামলা রয়েছে। 

স্থানীয়রা জানান, বিএনপি ও তরুণ দলের এই দুই নেতা নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াসউদ্দিনের ঘনিষ্টজন হিসেবে পরিচিত। গত বছরের ৫ আগস্টের পর থেকে তারা এলাকায় ব্যাপক চাঁদাবাজি করে।

এরমধ্যে এসএম আসলাম এসওরোড এলাকায় মেঘনা জ¦ালানি তেলের ডিপো ও টিএইচ তোফা শিমরাইল মোড়ের ফুটপাতসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি করে। একটি গোয়েন্দা সংস্থার তদন্তে তাদের বিরুদ্ধে চাঁদাবাজির সত্যতা মিলে। পরে তাদের আটক করা হয়।

সম্পর্কিত বিষয়: