
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচন (২০২৫-২০২৬) সালের জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক মনোনীত এড. সরকার হুমায়ুন কবির ও এড. এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে পূর্ণ প্যানেল এবং জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত এড. হাফিজুর রহমান ও এড. মোহা. মাঈন উদ্দিন মিয়া নেতৃত্বে পূর্ণ প্যানেল এবং আইনজীবী ঐক্য পরিষদের নামে এড. রেজাউল করিম খান রেজা এবং এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব নেতৃত্বে পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর নারায়ণগঞ্জ বার নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এড. আব্দুল বারী ভূঁইয়া, নির্বাচন কমিশনার এড. বোরহানউদ্দিন সরকার, এড. আজিজুর রহমান মোল্লা, এড. আবু বকর সিদ্দিক, এড. সুমন মিয়া ও এড. মতিউর রহমান মতিনের কাছে এই মনোনয়নপত্র জমা দেন তাঁরা।
এছাড়াও স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে সহ- সভাপতি পদে এড. মোহাম্মদ আলী, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. হাফিজুর রহমান মাসুদ মনোয়নপত্র জমা দিয়েছেন। মোট প্রার্থী ৫০জন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নারায়ণগঞ্জ জেলা শাখা কর্তৃক মনোনীত এড. সরকার হুমায়ুন কবির ও এড. এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে পূর্ণ প্যানেলের সিনিয়র সহ-সভাপতি পদে এড. কাজী আঃ গাফ্ফার, সহ-সভাপতি পদে এড. সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড.ওমর ফারুক নয়ন, কোষাধ্যক্ষ পদে এড. শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে এড. মাইন উদ্দিন রেজা, , লাইব্রেরি সম্পাদক পদে এড. হাবিবুর রহমান , ক্রীড়া সম্পাদক পদে এড. আমিনুল ইসলাম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. সারোয়ার জাহান, সমাজসেবা সম্পাদক পদে এড. রাজিব মন্ডল, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মামুন মাহমুদ, সদস্য পদে এড. আনিসুর রহমান, এড. ফাতেমা আক্তার সুইটি, এড. তেহসিন হাসান দিপু, এড. দেওয়ান আশরাফুল ইসলাম ও এড. আবু রায়হান।
জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের প্যানেলের প্রার্থীরা হলে সভাপতি পদে এড. এ. হাফিজ মোল্লাহ, সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোহাম্মদ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি পদে এড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে এড. মোহা. মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. আল আমিন, কোষাধ্যক্ষ পদে এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মোহাম্মদ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে এড. মোহাম্মদ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মো. মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে এড. নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মাসুদুর রহমান, সদস্য পদে এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. সাইফুল ইসলাম ও এড. তাওফিকুল ইসলাম।
আইনজীবী ঐক্য পরিষদের নামে এড. রেজাউল করিম খান রেজা এবং এড. শেখ মো. গোলাম মোর্শেদ গালিব নেতৃত্বে প্যানেলের সিনিয়র সহ সভাপতি পদে এড. সামসুজ্জামান খোকা, সহ সভাপতি পদে এড. আনিসুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. মো. কামরুজ্জামান, কোষাধ্যক্ষ এড. মো. আব্দুল মোমেন, আপ্যায়ন সম্পাদক পদে এড. শাহ আলম শামীম, লাইব্রেরি সম্পাদক পদে এড. আলী আজম, ক্রীড়া সম্পাদক পদে এড. মো. আফজাল হোসেন, সাহিত্য ও সাংস্কৃতি পদে এড. নার্গিস পারভীন, সমাজসেবা সম্পাদক পদে এড. শেখ মোহাম্মদ গোলাম রসূল রসরু, আইন ও মানবাধিকার পদে এড. মো. হাবিবুর রহমান মাসুম, সদস্য পদে এড. আব্দুল রউফ ও এড. আনোয়ারুল আজিম চৌধুরী।
উল্লেখ্য - আগামী ২৮ আগস্ট অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন। সকাল নয়টা হতে বিকেলে সাড়ে চারটা পর্যন্ত আইনজীবী সমিতির দ্বিতীয় তলায় বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।