নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

২১ আগস্ট ২০২৫

আইনজীবী সমিতির নির্বাচন : জামায়াত সমর্থিত আইনজীবীদের ব্যাপক প্রচার-প্রচারণা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:০৫, ২০ আগস্ট ২০২৫

আইনজীবী সমিতির নির্বাচন : জামায়াত সমর্থিত আইনজীবীদের ব্যাপক প্রচার-প্রচারণা

নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত আইনজীবীদের সংগঠন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত সবুজ প্যানেল নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আদালত চত্তরে ব্যাপক প্রচার-প্রচারণা করে ভোট প্রার্থনা করেন।

‎বুধবার (২০ আগষ্ট) দুপুরে সবুজ প্যানেলের প্রার্থীরা আদালতপাড়ায় বিভিন্ন চেম্বার এবং আইনজীবীদের কার্যালয়ে গিয়ে তাদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

‎ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি প্রার্থী অ্যাড. এ হাফিজ মোল্লাহ্ সাংবাদিকদের বলেন, আমরা আইনজীবীরা জনগণকে আইন ও ন্যায়ের মাধ্যমে মুক্তি দেই। সেই আইনি পেশা ও নির্বাচনে যদি হুমকি-ধামকি শুনতে হয়, তাহারা কী ধরনের আইনজীবী—এটা আমার বোধগম্য নয়।

আইনজীবীর আচরণ হবে আদর্শিক। কিন্তু আইনজীবীরাই যদি নির্বাচনে হুমকি-ধামকি দেন, তাহলে জনগণ কী শিখবে? এটা অত্যন্ত লজ্জাকর। এ ধরনের বক্তব্য অবিলম্বে পরিহার করতে হবে। আইনজীবীদের মান-মর্যাদা নষ্ট করা হলে আমরা ১৬০০ আইনজীবী ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলব।

‎এডভোকেট মাইনউদ্দিন মিয়া বলেন নারায়ণগঞ্জ আইনজীবী নির্বাচন বাংলাদেশের এক উদাহরণ হয়ে থাকবে। আমরা কারো রক্তচক্ষুকে ভয় করিনা। নারায়ণগঞ্জের আদালতে কোন ধরনের দুর্নীতি করতে দিবোনা ইনশাআল্লাহ।

‎এসময় উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সমর্থিত সভাপতি পদে এড. এ হাফিজ মোল্লা, সিনিয়র সহ-সভাপতি পদে এড. মোঃ জাহাঙ্গীর দেওয়ান, সহ-সভাপতি পদে এড. আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক পদে এড. মোঃ মাঈন উদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে এড. আল আমিন, কোষাধ্যক্ষ পদে এড. ইস্রাফিল, আপ্যায়ন সম্পাদক পদে এড. মোঃ নিজাম উদ্দিন, লাইব্রেরি সম্পাদক পদে এড. মোঃ গোলাম সারোয়ার, ক্রীড়া সম্পাদক পদে এড. ইমরান হোসেন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে এড. মোঃ মজিবুর রহমান, সমাজসেবা সম্পাদক পদে এড. নূরে আলম, আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. মাসুদুর রহমান, সদস্য পদে এড. গোলাম মোস্তফা, এড. আফরোজা জাহান, এড. রাকিবুল হাসান, এড. সাইফুল ইসলাম ও এড. তাওফিকুল ইসলাম।