নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

২৬ এপ্রিল ২০২৪

ভাল লাগে

গাজী খায়রুজ্জামান

প্রকাশিত:০১:৩২, ১৮ সেপ্টেম্বর ২০২২

ভাল লাগে

ভাল লাগে

(উৎসর্গ: কবির চৌধুরী ও বিল্লাল হোসেন রবিন)

 

ভাল লাগে-

যখন মনের মানুষ কাছে এসে, হাসি মুখে কথা কয়,

ভাল লাগে-

যখন গুণীরা মাথার তাজ হয়ে পাশে রয়।

 

ভাল লাগে-

যখন গুণীদের চোখের মনি হই,

ভাল লাগে-

যখন জ্ঞানীরা, আলো এনে ঢেলে দেয়।

 

ভাল লাগে-

যখন মানবদরদী, অসহায় মানুষের পাশে দাঁড়ায়,

ভাল লাগে-

যখন সভ্য মানুষ কথা দিয়ে কথা রাখে।

 

ভাল লাগে-

যখন বিচারক, ন্যায় বিচার করে,

ভাল লাগে-

যখন কোন লোক সততার সাথে জীবনধারণ করে।

 

ভাল লাগে-

যখন কোন বিপ্লবী, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে,

ভাল লাগে-

যখন কোন যোদ্ধা, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করে।

 

ভাল লাগে-

যখন কোন সন্তান, বাবা মায়ের দু:খ কষ্ট বুঝে,

ভাল লাগে-

যখন কোন সন্তান, বাবা মাকে ভালবেসে কাছে রাখে।

 

ভাল লাগে-

যখন কোন মানুষ, অনাহারীর মুখে আহার তুলে দেয়,

ভাল লাগে-

যখন কোন লোক, রোগীর সেবায় নিজেকে ব্যস্ত রাখে।

 

ভাল লাগে-

যখন কোন যুবরাজ, মানবাধিকার প্রতিষ্ঠায় নি:স্বার্থ কাজ করে,

ভাল লাগে-

যখন কোন জোয়ান, যুদ্ধ করে ফিরিয়ে দেয় মানুষের অধিকার।

 

ভাল লাগে-

যখন শুনি, যুব প্রজন্ম করবে না আর নেশা,

ভাল লাগে-

যখন যুব প্রজন্ম বলে,

ধরিবো হাল, গড়িবো মোরা, স্বপ্নের সোনালী-সুন্দর-বাংলাদেশ।

 

ভাল লাগে-

এ সবের সব-ই, আরো আছে যত শুভ কাজ।

এসো পড়ো, আছো যত যুবক-তরুণ-তরুণী-যুবরাজ;

এসো, মানুষের মঙ্গলে নি:স্বার্থ করি কাজ।

 

সমাজের সবাই আমরা যুব মিলেমিশে-

হাতে হাতে করি যদি স্বপ্ন গড়ার কাজ,

এই ধরণী-ই হবে স্বর্গ সুখের টেকসই আবাস।

সম্পর্কিত বিষয়: