নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শুক্রবার,

০২ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে সমমনা প্ল্যাটফর্ম’র শীতবস্ত্র বিতরণ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৪৪, ২ জানুয়ারি ২০২৬

সোনারগাঁয়ে সমমনা প্ল্যাটফর্ম’র শীতবস্ত্র বিতরণ 

সোনারগাঁয়ে সমমনা প্ল্যাটফর্ম সামাজিক ও সেবামূলক সংগঠনের উদ্যোগে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে (২জানুয়ারি) শুক্রবার সকাল ১০ঘটিকায় হোসেনপুর হাই স্কুল মাঠে প্রাঙ্গণে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বিতরণ কার্যক্রমে সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে,প্রধান অতিথি ছিলেন,ইস্কয়ার সুয়েটার্স লিমিটেডের ম্যানেজিং ডিটেক্টর আলহাজ্ব এম.এ.আউয়াল।

আরোও উপস্থিত ছিলেন প্ল্যাটফর্মের কার্যনির্বাহী সদস্য ও উপদেষ্টা মন্ডলী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সময় আলহাজ্ব এম.এ.আউয়াল বলেন,দেশের প্রায় তিন কোটি মানুষ শীতবস্ত্রের অভাবে মানবেতর জীবনযাপন করতে বাধ্য,এবং প্রতিবছর শৈত্যপ্রবাহে গড়ে ২৮১ জনের মৃত্যু ঘটে।

তিনি বলেন,ফুটপাত,রাস্তাঘাট ও আশপাশের প্রতিবেশী ঘরে বসবাসরত অসহায় মানুষদের শীতার্ত জীবনকে লাঘব করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

সংগঠনের উপদেষ্টা অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন,ধনীর সংখ্যা বাড়লেও অসহায় মানুষের দারিদ্র্য ও শীতের কষ্ট কমেনি।

তাই কথন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র গরিব ও অসহায় মানুষের জন্য শীতবস্ত্র বিতরণের কার্যক্রম অব্যাহত রাখবে। বিতরণ কার্যক্রমে সোনারগাঁয়ের ছিন্নমূল ও অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র দেওয়া হয়েছে।
 

সম্পর্কিত বিষয়: