নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২০ এপ্রিল ২০২৪

আড়াইহাজারে যুবলীগ নেতার হামলায় একই পরিবারের ৫ জনসহ আহত ৮

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০১:২২, ২৫ জুলাই ২০২১

আড়াইহাজারে যুবলীগ নেতার হামলায় একই পরিবারের ৫ জনসহ আহত ৮

আড়াইহাজারে যুবলীগ নেতা ওবায়দুল ইসলাম বেদেন বাহিনীর হামলায় একই পরিবারের ৫ জনসহ ৮ জন আহত হয়েছেন। শনিবার (২৪ জুলাই) দুপুরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের কালাপাহাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে বাতেন নামের একজনকে ঢাকায় এবং অন্যদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। 


প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন সকাল থেকে ওই গ্রামের বাতেন ও বাছেদ (গান্ধী) মিয়ার সাড়ে ৪ শতাংশ জমি মাপা হয়। মাপা শেষে দুপুরের দিকে বাড়ি যাওয়ার পথে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক ওবায়দুল ইসলাম বাদল ওরফে বেদনের নেতৃত্বে একদল সন্ত্রাসী বাতেনের লোকজনের উপর দা, ছোড়া, টেটাঁসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। 


হামলায় একে একে নারী-পুরুষসহ ৮ জন আহত করে। এক পর্যায়ে হামালায় ধাওয়া খেয়ে গ্রামের সাবেক প্রধান শিক্ষক ওহিদুর রহমান বাচ্চুর বাড়িতে আশ্রয় নিলে সন্ত্রাসীরা ওইখানে গিয়েও হামলা চালায় এবং ভাংচুর করে। এতে ৮ জন আহত হয়। 


আহতরা  হলেন, বাতেন (৫৩), তার ছেলে ইমরান হোসেন (৩০), জীবন (৩৩), হোসাঈন (২৮) , হাসান (২৪) এবং স্বজন ফয়সাল ( ১১), বাবু (৩৫) ও হানিফা (৩০)। এদের মধ্যে বাতেনকে ঢাকায় এবং বাকীদের আড়াইহাজার উপজেলা  স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই সরকারীর দলীয় সমর্থক বলে জানা গেছে। 


বাতেনের ভাতিজা রহিম আলী জানান, পূর্ব শক্রতার জের ধরে ওবায়দুল হক বাদলের লোকেরা আমাদের উপর অর্তকিত হামলা চালায়। আমি এদের বিচার চাই।  অভিযুক্ত ওবায়দুল হক বাদলের মুঠাফোনে যোগাযোগ করা হলে বন্ধ পাওয়া যায়। 


আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) আনিচুর রহমান মোল্লা জানান,  খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।