
বন্দরে অবৈধ গ্যাস ব্যবহারের শনাক্তকরনসহ উচ্ছেদ অভিযান চালিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন। ওই সময় ১০/১৫ টি দোকানসহ আবাসিক বাড়িতে আনুমানিক ১২০ ফুট বিতরণ লাইনের ৫টি দ্বিমুখী চুলার সংযোগ বিচ্ছিন্নসহ ৩৫০ ফুট পাইপ অপসারণ পূর্বক জব্দ করাসহ ২ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (১২মে) বন্দর উপজেলার মদনপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে ওই সময় উপস্থিত ছিলেন তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন এক্সিকিউটিভ ম্যানাজার মিল্টন রায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সহকারি সচিব জাইন আমির খান, তিতাস গ্যাস বন্দর ম্যানেজার মোঃ সাইফুল ইসলাম ও বন্দর থানা অফিসার ইনচার্জ তদন্ত শাহ আলম রনিসহ তিতাস কর্তৃপক্ষ।
উল্লেখ্য যে, সেপ্টেম্বর ২০২৪ হতে গত ২২ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৪৩টি শিল্প, ১৬২টি বাণিজ্যিক ও ৩১,৬৪২টি আবাসিকসহ মোট ৩২,০৪৭টি অবৈধ গ্যাস সংযোগ ও ৭২,০০৮টি বার্নার বিচ্ছিন্ন সহ উক্ত অভিযানসমূহে ১৫১ কিলোমিটার পাইপলাইন অপসারণ করা হয়েছে।