নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ মে ২০২৫

 সোনারগাঁয়ের আওয়ামী লীগ নেতা ইঞ্জি. মাসুম বিমানবন্দরে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৯, ১২ মে ২০২৫

 সোনারগাঁয়ের আওয়ামী লীগ নেতা ইঞ্জি. মাসুম বিমানবন্দরে গ্রেপ্তার

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমকে ঢাকা বিমান বন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

সোমবার (১২ মে) সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পার হওয়ার সময় মাসুমকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার মাসুম পিরোজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের ঘনিষ্ঠজন ছিলেন।

তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের তিনটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) আসিফ ইমাম তথ্যটি নিশ্চিত করেছেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল রহমান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।