নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

১৩ মে ২০২৫

বন্দরে ২৫৯০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৪৩, ১২ মে ২০২৫

বন্দরে ২৫৯০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযানে ২ হাজার ৫৯০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চট্রগ্রামের মাদক কারবারি আরিফ বিল্লাহ (৪৪)কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আরিফ বিল্লাহ সুদূর চট্রগ্রাম জেলার মিরসরাই থানার মগাদিয়া এলাকার মৃত সৈয়দ আহাম্মেদের ছেলে। সে দীর্ঘ দিন ধরে বন্দর উপজেলার হেদায়েতপাড়া এলাকার জনৈক শামছুল হকের ১তলা বিল্ডিংএ দীর্ঘ দিন ধরে ভাড়াটিয়া হিসেবে  বসবাস করে আসছে।

ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় জেলা গোয়েন্দা শাখা উপ পরিদর্শক মোঃ সোহেল মিয়া বাদী হয়ে গ্রেপ্তারকৃত মাদক কারবারি বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১৩(৫)২৫।

গ্রেপ্তারকৃতকে সোমবার (১২ মে) দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট পুলিশ। এর আগে গত রোববার (১১ মে) বিকেল সাড়ে ৫টায়

বন্দর উপজেলার হেদায়েতপাড়া এলাকার জনৈক শামছুল হকের ১তলা বিল্ডিং এর একটি রুমে তল্লাশি চালিয়ে সানসেট থেকে উক্ত ইয়াবাসহ ওই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী আরিফ বিল্লাহ দীর্ঘ দিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়।