নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৯ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি সাগর গ্রেপ্তার 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৫, ৮ অক্টোবর ২০২৫

সিদ্ধিরগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি সাগর গ্রেপ্তার 

সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩০ পিস ইয়াবাসহ সাগর (৩২) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে গোদনাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী বাপ্পি (২৮) নামের আরেক কারবারি কৌশলে পালিয়ে যায়।

গ্রেফতারকৃত সাগর গোদনাইল রসুলবাগ মাঝিপাড়া এলাকার মৃত আব্দুল সাত্তারের ছেলে এবং পলাতক বাপ্পি একই এলাকার মোঃ দ্বীন ইসলামের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

অভিযানের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, থানা এলাকায় ওয়ারেন্ট তামিল ও মাদকবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে তারা গোদনাইলে টহল দিচ্ছিলেন।

এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গোদনাইল এসও ঈদগাহ ব্রীজের ওপর কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এই খবরের ভিত্তিতে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় সাগরকে হাতেনাতে আটক করা গেলেও তার সহযোগী বাপ্পি দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে সাগরের দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা।

এসআই জহুরুল আরও জানান, গ্রেফতার সাগর ও তার পলাতক সহযোগী বাপ্পি দীর্ঘদিন ধরে সিদ্ধিরগঞ্জ ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। পলাতক বাপ্পিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে। সিদ্ধিরগঞ্জকে মাদকমুক্ত করতে আমাদের এই অভিযান ভবিষ্যতেও চলবে।