নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৩ সেপ্টেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডিগবল টুর্নামেন্টের উদ্ধোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:২১, ১২ সেপ্টেম্বর ২০২৫

সিদ্ধিরগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ডিগবল টুর্নামেন্টের উদ্ধোধন

সিদ্ধিরগঞ্জের আইলপাড়া যুব সমাজের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি ডিগবল টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের আইলপাড়া ঈদগা মাঠ প্রঙ্গণে এ টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়।

৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ডি,এইচ,বাবুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির যুব-বিষয়ক সম্পাদক আশিকুর রহমান অনি, ৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিয়া চাঁন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি নাজিম পারভেজ, ৮নং ওয়ার্ড বিএনপির গণ-শিক্ষা বিষয়ক সম্পাদক শাহ-আলম, সহ-প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর তরুণদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, ৮নং ওয়ার্ড বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, জাকির হোসেন, আরিফ ও আবুল হোসেন প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্য নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম-আহ্বায়ক ফাতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, মাদকের যে কালো থাবা সারাদেশে সহ আমাদের নারায়ণগঞ্জে আজকে যে মাদকের কালো থাবা রয়ে গেছে সে কালো থাবা থেকে বাচাঁর জন্য একটা অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে খেলাধুলা।

আমরা এই খেলাধুলা মাধ্যমে মাদক কে না বলব, ইনশাআল্লাহ সামনে আমাদের যুব সমাজকে মাদক মুক্ত সমাজ গড়ে তুলার জন্য এ খেলাধুলা আমাদের অন্যতম হাতিয়ার হবে।

আমি আইলপাড়া যুব সমাজের সকল কে ধন্যবাদ জানাই যারা এতো সুন্দর একটি খেলার আয়োজন করেছে। যে কোন খেলাধুলার বিষয়ে আমি আপনাদের পাশে আছি থাকবো ইনশাআল্লাহ।