নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪

বন্দরে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:১২, ১৫ মে ২০২৪

বন্দরে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বন্দরে বিশেষ অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সিডিলসহ শাহিনা (৩৫) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গ্রেপ্তারকৃত নারী মাদক ব্যবসায়ী শাহিনা বন্দর উপজেলার তাজপুর এলাকার আবুল হোসেন মিয়ার স্ত্রী। ফেন্সিডিল উদ্ধার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের এস আই হাবিবুর রহমান বাদী হয়ে গ্রেপ্তারকৃত বিরুদ্ধে  বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৫(৫)২৪। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় বুধবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে গত মঙ্গলবার (১৪ মে) রাত সাড়ে ৭টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের তাজপুরস্থ লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ড হইতে নবীগঞ্জ রেললাইন গামী পাঁকা রাস্তার উপর তল্লাশী চালিয়ে উল্লেখিত ফেন্সিডিলসহ ওই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। ডিবি পুলিশ আরো জানিয়েছে,  ধৃত নারী মাদক কারবারি শাহিনা দীর্ঘ দিন ধরে তাজপুর, লাঙ্গলবন্ধসহ বিভিন্ন এলাকায় অবাধে ফেন্সিডিল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ফেন্সিডিল বিক্রি করার সময় তাকে গ্রেপ্তার করা হয়।