
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের সাথে ধাক্কার আশংকায় নদীতে ঝাঁপ দিয়েছেন ট্রলারের যাত্রীরা। সোমবার (১৯ মে) দুপুর দেড়টায় শহরের টানবাজার ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পরপরই আশপাশের লোকজন দুটি ট্রলার নিয়ে এসে নদী থেকে যাত্রীদের উদ্ধার করেন। ইতিমধ্যে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল হক জানান, দুপুরে ২০ থেকে ২৫ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নদী পারাপারের সময় ঢেউ ও স্রোতের কারণে এমভি আখতার হোসেন-১ নামে একটি কার্গো জাহাজের সাথে ধাক্কা লাগার পরিস্থিতি সৃষ্টি হয়।
এসময় ট্রলারটির যাত্রীরা সবাই আতংকিত হয়ে নদীতে ঝাঁপ দেন। তবে ঘটনার সাথে সাথেই আশপাশের লোকজন দুটি ট্রলার নিয়ে এসে নদী থেকে যাত্রীদের উদ্ধার করেন।
নৌ থানা পুলিশের ওসি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ নিখোঁজের খবর পাওয়া যায় নি। নিখোঁজের কোন অভিযোগ পেলে নদীতে তল্লাশি ও উদ্ধার অভিযান চালানো হবে।