
সিদ্ধিরগঞ্জে নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন পাঁচটি ভবনের নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে রাজধানি উন্নয়ন কতৃপক্ষ (রাজউক)।
এর মধ্যে চারটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও বিদ্যুতের মিটার জব্দ করা হয়েছে। এছাড়া একটি বহুতল ভবনের নকশা বহির্ভুত বর্ধিত অংশ ভেঙ্গে অপসারণ সহ এর মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত
রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শান্তা রহমানের নেতৃত্বে সোমবার (১৯ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার কালু হাজী রোড ও ধনু হাজী রোডের চারটি স্থানে এই অভিযান পরিচালিত হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শান্তা রহমান বলেন, রাজউকের অনুমোদিত নকশার ব্যত্তয় ঘটিয়ে নির্মাণ কাজ করায় পাঁচটি ভবনের নির্মাণ কাজ বন্ধ সহ ইমারত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পরবর্তীতে রাজউকের নকশা অনুযায়ী নির্মান কাজ করা হবে এই মর্মে ভবনগুলোর মালিকদের কাছ থেকে আমরা মুচলেকা আদায় করেছি। রাজউকের অনুমোদন ও নকশা বহির্ভূতভাবে নির্মাণাধীন সব ভবনের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং অব্যাহত থাকবে"।
আইনশৃংখলা বাহিনীর সহায়তায় পরিচালিত এই অভিযানে রাজউকের জোন-৮/২ এর পদ শূন্যকালীন প্রতিকল্প অথরাইজড অফিসার এফ. আর. আশিক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার নিপেন চন্দ্র সিদ্ধা, প্রধান ইমারত পরিদর্শক আবু বকর সিদ্দিক এবং ইমারত পরিদর্শক মাজেদুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।