নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৯ মে ২০২৫

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে হামলা,আহত ৪

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০২, ১৯ মে ২০২৫

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে হামলা,আহত ৪

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ৪ জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। সোমবার দুপুরে উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আমিনুল ইসলাম বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।   

 অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উপজেলার সাদিপুর ইউনিয়নের গোলনগর এলাকায় আব্দুর রশিদ মিয়ার সাথে তার ছোট ভাই মো: ফজলুল হকের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। এ নিয়ে এলাকার বিচার শালিস করলেও কোন সমাধান হয়নি। 

সোমবার সকাল সার্ভেয়ার দিয়ে জমি মেপে সীমানা খুটি দেওয়া হয় কিন্তু সেই খুটি উপড়ে ফেলে দেয় মফিজুল ইসলাম গংরা। এনিয়ে কথা কাটাকাটি হয় আব্দুর রশিদের সাথে মফিজুল ইসলাম গংদের সঙ্গে। 

এসময় মফিজুল ইসলামের নেতৃত্বে দেলোয়ার হোসেন, আজিজুল ইসলাম, রফিকুল ইসলাম, কবির হোসেন, ফজলুল হক দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে আব্দুর রশিদ, শাহজাহান, আমিনুল ইসলাম ও নাঈমকে পিটিয়ে আহত করে।  

আহত আমিনুল ইসলাম বলেন, আমার বাবার পৈতিক সম্পত্তির ভাগবাটোয়ারা করার পরও দখল দিচ্ছেনা। আমাদের উপর হামলা করে আমি সহ চারজনকে পিটিয়ে আহত করেছে। আমরা এর বিচার চাই। 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান বলেন, এঘটনায় দুই পক্ষের লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
 

সম্পর্কিত বিষয়: