নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২০ মে ২০২৫

বন্দরে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় যুবককে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৩, ১৯ মে ২০২৫

বন্দরে আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় যুবককে কুপিয়ে জখম

বন্দরের ছনখোলা এলাকায় আম পাড়া নিয়ে ঝগড়ার জের ধরে সানোয়ার হোসেন নামে একজনকে কুপিয়ে গুরতর আহত করার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ১৬ মে দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সানোয়ারের স্ত্রী মুক্ত বেগম বাদী হয়ে গত রোববার রাতে মামলা দায়ের করেন।

মামলায় আসামী কারা হয়, তাওগিদ, তালহা, পারুল, এরশাদ ও শফিউল্লাহকে। মামলায় উল্লেখ করা হয় গত ১৬ মে দুপুরে সানোয়ার তার নিজ গাছের আম পাড়তে গেলে একটি আম বিবাদীদের জমিতে গিয়ে পড়ে। এর সূত্র ধরে বিবাদীরা সানোয়ারকে গালাগালি শুরু করে।

এতে করে সানোয়ার প্রতিবাদ করায় বিবাদীরা ক্ষিপ্ত হয়ে সানোয়ারকে কুপিয়ে জখম করে। পরে বাড়ির অন্যান্য লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আগত সানোয়ার বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।, 

সম্পর্কিত বিষয়: