নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৭ মে ২০২৪

হরতালের সমর্থনে ফতুল্লায় পিকআপ গাড়িতে আগুন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৯:৩১, ৫ জানুয়ারি ২০২৪

হরতালের সমর্থনে ফতুল্লায় পিকআপ গাড়িতে আগুন

ফতুল্লায় নির্বাচন বর্জনের দাবিতে হরতাল সমর্থনে মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে যুবদলের নেতাকর্মীরা। মিছিল থেকে তারা একটি পিক-আপে  আগুন দিয়ে ছতভঙ্গ হয়ে যায়। 


এসময় এপথে জেলা আওয়ামীলীগের সাবেক  সাংগঠনিক সম্পাদক  ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী নেতাকর্মীদের নিয়ে শহরের দিকে যাবার সময় অগ্নিসংযোগের ঘটনা দেখতে পেয়ে নেতাকর্মীদের নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে।


শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় প্রধান তেল পাম্পের কাছে এ  ঘটনাটি ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, অর্ধশত যুবদল নেতাকর্মী নির্বাচন বর্জনের দাবীতে হরতাল সমর্থনে পঞ্চবটি এলাকায় মশাল জ্বালিয়ে ঝটিকা মিছিল করেছে। মিছিলকারীরা পঞ্চবটি মোড়ে এসে একে একে জড়ো হয়। এরপর একত্রিত হয়ে চাষাঢ়ার দিকে শ্লোগান দিয়ে দ্রুতগতিতে চলে যায়।


এরমধ্যে পঞ্চবটি এলাকায় প্রধান তেল পাম্পের কাছে পিকআপে মশালের আগুন দিয়ে ছত্রভঙ্গ হয়ে যায়। 


মিছিল করার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব রনি জানান, ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনে জনকসুতা তৈরির লক্ষে হরতাল সমর্থনে পঞ্চবটিতে যুবদলের নেতাকর্মীরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে। আমাদের আন্দোলন জেলার প্রতিটি এলাকায় চলবে।


ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া জানান, অগ্নিসংযোগের খবরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায়। অগ্নিসংযোগকারীদের সনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।