নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

সোমবার,

১৭ ফেব্রুয়ারি ২০২৫

আড়াইহাজারে বেকারি মালিককে জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১১, ১৭ জানুয়ারি ২০২৪

আড়াইহাজারে বেকারি মালিককে জরিমানা

আড়াইহাজারে বিএসটিআই এর অনুমোদন ছাড়া অপরিষ্কার, অপরিচ্ছন্নতায় বেকারি পরিচালনা করায় এক বেকারির মালিককে ভ্রামমান আদালত ১০ হাজার টাকা জরিমানা বরেছেন।

বুধবার (১৭ জানুয়ারি) বিকেলে উপজেলার গোপালদী বাজারে সহকারী কমিশনার ভূমি ও শামসুজ্জাহান কনক ভ্রাম্যমাণ আদালত পরিচালানা করেন। এ সময় দেলোয়ার হোসেনের মালিকাধীন মুক্তা বেকারির মালিককে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি শামসুজ্জাহান কনক এর সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অভিযান চালিয়ে ২০০৯ ধারায় বেকারির মালিক দোলোয়ার হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।