নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

২৩ ডিসেম্বর ২০২৫

সোনারগাঁয়ে ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫৪, ১৪ মার্চ ২০২৪

সোনারগাঁয়ে ৪ প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা

সোনারগাঁয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের অভিযানে প্রয়োজনীয় নথি দেখাতে না পারায় নির্মাণাধীন প্রিন্সিপাল শপিং মলকে এক লাখ টাকা, আইয়ুব প্লাজাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও আগুন নির্বাপক ব্যবস্থা ও সঠিক কাগজ পত্র না থাকায় শিকদার ডাইন রেস্টুরন্টকে ৫০ হাজার ও প্রেসিডেন্ট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেলে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষেও রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন হাওলাদার এ অভিযান পরিচালনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন- রাজউকের জোন অথরাইজড অফিসার এফ আর আশিক আহমেদ, ইমারত পরিদর্শক মো. মনিরুজ্জামান। এ সময় সোনারগাঁ থানা পুলিশসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য অভিযানে সহযোগিতা করেন।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।  এসময় ওই চার প্রতিষ্ঠানকে  তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।