নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

ফতুল্লায় রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে জামায়াত ইসলামীর সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৩৯, ২৭ অক্টোবর ২০২৪

ফতুল্লায় রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে জামায়াত ইসলামীর সমাবেশ

২০০৬ সালের রক্তাক্ত ২৮ শে অক্টোবর স্মরণে নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াত ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ ফতুল্লা থানা দক্ষিণের আয়োজনে ফতুল্লা ডিআইটি মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে ফতুল্লা থানা দক্ষিণের আমির আমির মোঃ লোকমান হাকিম ভূইয়ার সভাপতিত্বে এবং ফতুল্লা থানা দক্ষিণের সেক্রেটারী মাওলানা নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ আবু সাঈদ (মুন্না)।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ জাকির হোসেন বলেন, বিগত প্রায় দেড় যুগ ধরে দেশে যে জুলুম অত্যাচার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশী অত্যাচার নির্যাতনের স্বীকার হয়েছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীরা লগি বৈঠা নিয়ে দেশে তান্ডব চালিয়েছে। জামায়াতের নেতৃবৃন্দদের অন্যায় ভাবে হত্যা করা হয়েছে। স্বৈরাচার সরকার দ্রুত বিচার ট্রাইবুন্যল তৈরী করেছেন। তাদের সেই অন্যায় অত্যাচারের বিচার ধরে এনে সেই ট্রাইবুন্যলে করা হবে।

তিনি আরও বলেন, আগামী দিনে দেশে ইসলামী আইন বাস্তবায়ন করে দেশকে যেভাবে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেই লক্ষ্যে জামায়াত ইসলামী সংগঠন কাজ করে যাচ্ছে।

এছাড়াও বক্তব্য প্রদান করেন, ফতুল্লা উত্তর জামাত ইসলামীর আমির মুফতি জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জামাতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা মজলিসে শুরা ও কর্মপরিষদের সদস্য মজিবুর রহমান মিয়াজী, নারায়ণগঞ্জ জেলার শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, ফতুল্লা সদর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ জোবায়ের আলম, ফতুল্লা ইউপি ১নং উত্তর সভাপতি মনজুর হোসেন মাসুম, ৫নং ওয়ার্ড সভাপতি লোকমান হোসেন, ২নং ওয়ার্ড সভাপতি ইব্রাহিম খলিল, ৪নং ওয়ার্ড সভাপতি সৈয়দ শরীফ, এডভোকেট মোঃ মাসুদুর রহমান (বাংলাদেশ সুপ্রিম কোর্ট), সাবেক ছাত্রশিবির মোহাম্মদ দেলোয়ার হোসেন।