নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

৩১ জুলাই ২০২৫

দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে সিদ্ধিরগঞ্জের

জালকুড়ি সিকদার বাড়ীপুলের কুরবানির পশুর হাটের উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:১৯, ১ জুন ২০২৫

জালকুড়ি সিকদার বাড়ীপুলের কুরবানির পশুর হাটের উদ্বোধন

দোয়া ও মিলাদের মধ্যে দিয়ে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সিকাদার বাড়ীপুল সংলগ্ন ড্যাম্পিং সড়কের খালি জায়গায় কুরবানির পশুর হাটের উদ্ধোধন করা হয়েছে।

রবিবার (৩১ মে) রাতে কুরবানির পশুর হাটে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ হাটের উদ্ধোধন করা হয়।

দোয়া ও মিলাদ শেষে হাটের ইজারাদার রাকিবুল দেওয়ান বলেন আমাদের পশুর হাটে সর্বাক্ষণিক নিরাপত্তা, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবারাহ নিশ্চিত করা। জাল নোট শনাক্তকরন, আধুনিক পদ্ধতিতে হাসিল আদায়সহ সকল ধরনের সু-ব্যবস্থা আছে।

এছাড়া সার্বক্ষনিক পশু চিকিৎসা ব্যবস্থা, হাটে পশু আনতে কেউ যাতে হয়রানির শিকার না হয় এর জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

হাটের সার্বিক তত্ত্বাবধানে থাকবেন, জুয়েল প্রধান, সবুজ সিকদার, আব্দুল আলী ও নুর আলম প্রধানসহ আরো অনেকে ।