নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১০ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ওলামা দলের লিফলেট বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৪৮, ৯ আগস্ট ২০২৫

সোনারগাঁয়ে ৩১ দফা বাস্তবায়নে ওলামা দলের লিফলেট বিতরণ

সোনারগাঁয়ে সাদিপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি জনাব আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সোনারগাঁ উপজেলা ওলামা দলের উদ্যোগে পঞ্চমীঘাট বাজারে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন।

শনিবার (৯ আগষ্ট) সকালে পঞ্চমীঘাট বাজারে দোকানে গাড়িতে সাধারণ জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন।

এ সময় সোনারগাঁও উপজেলা উলামা দলের আহবায়ক মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে, সদস্য সচিব, মাওলানা মোজ্জামেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব হাফেজ মাওঃ মামুন।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলার প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ন আহবায়ক হাফেজ মাওঃ আল আমিন, যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন, যুগ্ম আহবায়ক মাওঃ দেলোয়ার হোসেন, নাসির উদ্দিন মোল্লা,হাফেজ মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মিজানুর, রহমান, মাওলানা বিল্লাল হোসেন,মাওলানা শফিউদ্দী,মাওঃ মোহাম্মদ আলী,মুফতি জমিম উদ্দিন, মাওঃ রুহুল আমিন,মাওঃ রমজান,মাওঃ নাইম,সহ স্থানীয় শতশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ৩১ দফা বাস্তবায়নে লক্ষে সবাইকে ঐকবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে ও তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে আগামী বাংলাদেশ বিনির্মানে তারেক রহমানের বিকল্প নেই তাই সোনারগাঁয়ে প্রতিটি এলাকায় এ বার্তা পৌঁছে দিতে হবে ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া কামনা করি।
 

সম্পর্কিত বিষয়: