নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

রোববার,

১০ আগস্ট ২০২৫

বন্দরে দুবাই প্রবাসীর বাড়িতে দু:সাহসিক চুরি 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:৫০, ৯ আগস্ট ২০২৫

বন্দরে দুবাই প্রবাসীর বাড়িতে দু:সাহসিক চুরি 

বন্দরের পুরান বন্দর কাজী বাড়ি এলাকায় প্রবাসীর বাড়িতে দুর্র্ধষ চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার (৮  আগষ্ট) রাত আনুমানিক যে কোন সময়ে  উপজেলার বন্দর ইউনিয়নের পুরান বন্দর কাজী বাড়ি মো: জুয়েলের  ঘরে এই চুরির ঘটনা ঘটেছে।

এ ব্যাপারে গত শুক্রবার প্রবাসীর স্ত্রী পিংকি বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামী করে বন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অজ্ঞাত চোরের দল নগদ ৫০ হাজার টাকা ও ১০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে বন্দর থানা পুলিশের একটি টিম।

প্রবাসী জুয়েলের স্ত্রী পিংকি আক্তার বলেন, আমি ও আমার স্বামী একজন প্রবাসী। আমি বন্দর থানাধীন কাজী বাড়ী পুরান বন্দর এলাকার একজন বাসিন্দা।

অদ্য ৮ আগষ্ট আমি প্রবাস হইতে আসিলে আমার বাসা কেহ উপস্থিত না থাকায় উক্ত অজ্ঞাত চোরের দল আমাদের বাসার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। আলমিরায় রাখা বাসার বিভিন্ন গুরুত্বপূর্ণ আসবাবপত্র চুরি করে নিয়ে অজ্ঞাতস্থানে চলে যায়।

ঘরে ঢুকে দেখি ঘরের সব আসবাবপত্র তছনছ অবস্থায় ঘরের প্রতিটি কক্ষে থাকা আলমিরা, ওয়ারড্রব ভেঙে তছনছ করে গুরুত্বপূর্ণ মালামাল নিয়ে যায়।

বন্দর থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেপ পুলিশ ।  তবে চুরির বিষয়টি তদন্ত করে দেখছি।
 

সম্পর্কিত বিষয়: