নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

১৬ অক্টোবর ২০২৫

বন্দরে পৃথক স্থানে চোর সন্দেহে ২ যুবক আটক  

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২২:০৫, ১৫ অক্টোবর ২০২৫

বন্দরে পৃথক স্থানে চোর সন্দেহে ২ যুবক আটক  

বন্দরে পৃথক স্থান থেকে চোর সন্দেহে ২ যুবককে আটক করে পুলিশে সোর্পদ করেছ স্থানীয় জনতা।

আটককৃতরা হলো বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সুচিয়ারবন এলাকার শফিউদ্দিন মিয়ার ছেলে রাজু মিয়া (৩৪) ও বন্দর থানার ৪১৯/১ উইলসন রোড চিতাশাল এলাকার নুরুল মিয়ার ছেলে জোনায়েত ওরফে জোনাক (২৯)।

আটককৃতদের বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পুলিশ আইনের ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকা থেকে স্থানীয় জনতা এদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে।

থানা পুলিশ জানিয়েছে, স্থানীয় জনতা থানার বিভিন্ন স্থান থেকে চোর সন্দেহে ২ যুবককে আটক করে পুলিশে সোর্পদ করে। পরে পুলিশ আটককৃতদের ৫৪ ধরায় আদালতে প্রেরণ করে।