নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

শিমরাইল মোড়ে মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:১৩, ২২ মার্চ ২০২৩

শিমরাইল মোড়ে মহাসড়কে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ

সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সার্ভিস রোডের শতাধিক অবৈধ স্থাপনা ও বিভিন্ন দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।


বুধবার (২২ মার্চ) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত  এ উচ্ছেদ অভিযান চালান হাইওয়ে পুলিশ শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন। ঈদকে সামনে রেখে মহাসড়ক যানজট মুক্ত রাখতে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।


কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই একেএম শরফুদ্দিন বলেন, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে মহাসড়কের একাংশে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে।

 

ঈদকে সামনে রেখে মহাসড়কে যানজট মুক্ত রাখাতে বুধবার সেসব অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। ঈদকে সামনে রেখে যানজট মুক্ত রাখাতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। 


তিনি আরো বলেন, সার্ভিস রোড থেকে দোকানপাট উচ্ছেদ করার ফলে আদমজী ইপিজেডসহ বিভিন্ন এলাকার যানবাহন অনায়াসে চলাচল করতে পারছে।