নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগের এই লকডাউন প্রতিহত করার জন্য সিদ্ধিরগঞ্জের প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ করার জন্য আমাদেরকে মহানগর যুবদলের আহবায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ নির্দেশ দিয়েছেন।
তাদের নির্দেশনায় আমরা নেতাকর্মী নিয়ে রাজপথে আছি। আওয়ামী লীগের গুন্ডা বাহিনী রাজনৈতিক সক্ষমতা হারিয়ে ফেলেছে। নৈরাজ্য সৃষ্টির জন্য আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করে কিছু কুলাঙ্গার দিয়ে থামিয়ে রাখা বাস গুলোতে আগুন দিচ্ছে।
এগুলো রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পরে না। রাজনৈতিক শিষ্টাচার হচ্ছে আমি আমার অধিকার আদায়ের জন্য সরকারি দল যদি কোনো ভুল করে তাহলে আমরা রাজপথে উঠে এসে আমাদের অধিকার আদায়ে কাজ করবো। যেটা বিগত সতেরো বছর বিএনপি করেছে।
গত বুধবার (১২ নভেম্বর) রাতে আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচীর বিরুদ্ধে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের শিমরাইলে অবস্থান নিয়ে তিনি এসব কথা বলেন।
যুবদল নেতা শহিদুল ইসলাম আরও বলেন, আমি বিএনপি করি বলে নিজেকে ধন্য মনে করি কারণ বিএনপির কোনো প্রভু রাষ্ট্রের প্রয়োজন হয় না। কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশকে পরিচালনা করতে তাদেরকে প্রভু রাষ্ট্রের প্রয়োজন হয়।
বাংলাদেশে কিছু ইসলামি দল তৈরি হয়েছে। তাদেরকে এই দেশ পরিচালনার জন্য নিয়োগ করেছে তারা এখনই বিভিন্ন দেশের হস্তক্ষেপ কামনা করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাষ্ট্র পরিচালনা করার জন্য জনগনের পক্ষ নিয়ে সর্বদা কাজ করে। বিএনপির শিক্ষা হচ্ছে জনগনের জানমাল রক্ষার জন্য নিজের জীবন ত্যাগ করা।
এই দলকে যারা থামানোর চেষ্টা করে, রাজপথে না এসে চোরাগুপ্তা হামলা করে তারা কোনো দলের মধ্যে পরে না। এই আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। এদের কোনো জাতগোত্র নেই। এরা শুধু পাওয়ার চায়।
পাওয়ার তৈরি করে নিজের দেশের সম্পদ পাশর্^বর্তী দেশ ঐ ভারতের কাছে দিতে চায় এটাই হচ্ছে তাদের এজেন্ডা। সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের এই সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কথা জানান তিনি।
এসময় সিদ্ধিরগঞ্জ থানা যুবদল ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


































