নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

০৪ ডিসেম্বর ২০২৪

বিভিন্ন দাবিতে সোনারগাঁয়ে সিপিবির সমাবেশ

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২০:৩৮, ৯ নভেম্বর ২০২৪

বিভিন্ন দাবিতে সোনারগাঁয়ে সিপিবির সমাবেশ

দেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড, সাম্প্রদায়িকতা, সামাজিক অস্থিরতা ও লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি অব্যাহত আছে। ঘুষ, দুর্নীতি, দখলদারিত্ব, লুটপাট থামছে না। তাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটি ঘোষিত গণতন্ত্র জাগরণ যাত্রা চলছে।

এ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সোনারগাঁ শাখার উদ্যোগে শনিবার (৯ নভেম্বর) বিকেলে সোনারগাঁও উদ্ধবগঞ্জ বাজারে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সোনারগাঁও কমিটির সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড মোঃ নাসির উদ্দিন।সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কমরেড শিবনাথ চক্রবর্তী, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড আঃ সালাম বাবুল, কমরেড জিয়া হায়দার ডিপটি ও কমরেড নুরুল ইসলাম।

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, দেশে বাজার সিন্ডিকেটের অবাধ লুটপাট এখনো চলছে- লাগামহীনভাবে দ্রব্যমূল্য বেড়ে চলেছে, সরকার এর বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে পারেনি। দেশের বিভিন্ন জেলায় অসংখ্য স্থাপনায় হামলা ও ভাংচুর হয়েছে, বিভিন্ন জেলায় প্রতিমা ভাংচুর হয়েছে, সংখ্যালঘু সম্প্রদায় এবং পাহাড়ি উপজাতিদের ওপর নানা প্রকার সাম্প্রদায়িক হামলা ও অত্যাচার করা হয়েছে, বেশ কয়েকজন পাহাড়ি ছাত্রকে হত্যা করা হয়েছে কিন্তু এর বিরুদ্ধে কোন কার্যকর ব্যবস্থা সরকার নেয়নি।

হাট-ঘাট, বাজার, ব্যবসা প্রতিষ্ঠানে দখলদারিত্ব, অগ্নি সংযোগ ও নীরব চাঁদাবাজী এখনো চলছে। স্কুল কলেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাদের ওপর এখনো হামলা করা হচ্ছে, পদ থেকে সরে যাবার জন্য হুমকি দেয়া হচ্ছে। শ্রমিকরা তাদের ন্যায়সংগত দাবির জন্য কথা বলায় তাদের ওপর গুলি চালানো হয়েছে, আশুলিয়ায় ৩ জন শ্রমিক হত্যা করা হয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার বাস্তবায়ন কই? আমরা চাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের আকাক্সক্ষার পূর্ণ বাস্তবায়ন। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে দেশ নতুন করে অন্য এক স্বৈরতান্ত্রিক পথে হাটছে। আমরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নের লক্ষ্য সামনে রেখে সারাদেশে ১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত নানান কর্মসূচি নিয়ে জনগণের মধ্যে যাচ্ছি।

নেতৃবৃন্দ আরও বলেন, আমরা জুলাই-আগষ্ট হত্যকান্ডের বিচার চাই। নিহত, আহতদের পুনর্বাসন ও সুচিকিৎসা চাই। জনজীবনে নিরাপত্তা চাই। সাইবার নিরাপত্তা আইনসহ সকল কালো আইন বাতিল চাই। শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন অধিকার চাই। শ্রমিক হত্যার বিচার চাই। রাষ্ট্রীয় সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চাই।
 

সম্পর্কিত বিষয়: