নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক মামুন মাহমুদ বলেন, আমি এই এলাকায় এমপি-মন্ত্রী হতে আসিনি। মানুষের সেবা করতে এসেছি। আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ৩১ দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করবে সেবার মাধ্যমে তার প্রচারণা করতে এসেছি।
এই ফ্রী মেডিকেল ক্যাম্প আমাদের আগামী বাংলাদেশে মানুষের জন্য কিভাবে সেবা পৌঁছে দেওয়া হবে তার নমুনা। কারন সেবাই আমাদের ধর্ম। বিএনপির ধর্মই মানুষের সেবা করা, কল্যাণে কাজ করা। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের এমন নির্দেশনাই দিয়েছেন। আমরা পুরনো ধ্যান-ধারনা থেকে বের হয়ে একটি ন্যায়ভিত্তিক সাম্যের বাংলাদেশ গড়তে চাই।
আপনার ধানের শীষের পক্ষে থেকে কাজ করে বিজয়ী করবেন যাতে বিএনপি ৩১ দফার ভিত্তিতে একটি সমৃদ্ধ, সুন্দর রাষ্ট্র গঠন করতে পারে।
সোমবার (৫ নভেম্বর) সোনারগাঁয়ের কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত ৮ম ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করতে গিয়ে এক সংক্ষিপ্ত সভায় তিনি এসব কথা বলেন। ক্যাম্পে ১২শ’ রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। এতে ২২ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেখানে চিকিৎসা সেবা দিচ্ছেন। ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ, চশমা সরবরাহ করা হচ্ছে। এছাড়াও ডায়াবেটিস, রক্তের গ্রুপ, ডেঙ্গু টেস্ট করা হয়েছে।
এর আগের ৭টি ফ্রী মেডিকেল ক্যাম্পে ১৬ হাজারের বেশী রোগীর এসব সেবা গত ১৮ দিনে দেওয়া হয়েছে বলে ক্যাম্প পরিচালনায় সংশ্লিষ্টরা জানিয়েছেন। বিএনপি ৩১ দফার ভিত্তিতে অধ্যাপক মামুন মাহমুদের উদ্যোগে এসব ফ্রি ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী সামসুল ইসলাম এর সভাপতিত্বে এসময়ে আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা ক্লিনিক ও ডায়াগনস্টিক এসোসিয়েশনের সভাপতি ডাক্তার মজিবুর হমান,
সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, কাইকারটেক নবাব হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:ওবায়দুর রহমান এবং ধ্রুবতারা যুব সংঘের সভাপতি কাজী নাজমুল ইসলাম লিটু।
উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভাপতি রহিমা শরীফ মায়া, জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম বাবুল, মহানগর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি মনির মল্লিক, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র দলের সহ-সাংগঠনিক সম্পাদক সাকের আহমেদ সোহান, নাসিক ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির হোসেন, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তার হোসেন মৃধা প্রমূখ। সভা শেষে তিনি রোগীদের চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন।

































