নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

মঙ্গলবার,

০৪ নভেম্বর ২০২৫

আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’ উদ্যোগে

 সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:০৮, ৩ নভেম্বর ২০২৫

 সিদ্ধিরগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ

সিদ্ধিরগঞ্জে আঁধারে আলো প্রতিবন্ধী কল্যাণ সংস্থা’ উদ্যোগে জেলা প্রশাসনের দেয়া অনুদানের চাল প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) সকালে৩রা নভেম্বর সকালে সিদ্ধিরগঞ্জের গোদনাইল মধুঘরে সংস্থার সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের অনুদান জিআর চাউল প্রতিবন্ধীদের মাঝে ১০ কেজি করে বিতরণ করা হয়।

চাল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি নেতা মো. মমতাজউদ্দিন মন্তু, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ এর সভাপতি মোঃ লিটন, কবি ও সাংবাদিক শফিকুল ইসলাম আরজু ও সংগঠনের যুগ্ম সম্পাদক শাকিলা ইসলাম প্রমূখ।

চাল বিতরণ কালে বক্তারা বলেন, বর্তমানে প্রতিবন্ধীরা সরকারি এবং বেসরকারি ভাবে যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছে এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলির মাধ্যমেও সেবা পাচ্ছে। এসময় অন্যান্য মধ্যে আরো উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক ও মানবিক যোদ্ধারা।