নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

পিরোজপুরের জলবদ্ধতা নিরসনে আশ্বাস দিলেন মাসুম চেয়ারম্যান

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:০৯:২৬, ১৭ জুন ২০২১

পিরোজপুরের জলবদ্ধতা নিরসনে আশ্বাস দিলেন মাসুম চেয়ারম্যান

নারগাঁও উপজেলা পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা বটতলা বাজার এলাকায় বৃষ্টির পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। জলবদ্ধতার কারণে এলাকাবাসী চমর ভোগান্তিতে রয়েছে। তবে স্থানীয় চেয়ারম্যান সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুম জলবদ্ধতা নিরসনের আশ্বাস দিয়েছেন। 

 

বুধবার (১৬ জুন)  পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা বটতলা বাজারে জলবদ্ধতার বিষয়ে স্থানীয় এলাকাবাসীর সাথে কথা হলে, স্থানীয়  এলাকাবাসী জানান, পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা বটতলা বাজারের রাস্তাটিতে সামান্য বৃষ্টিতেই পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় পানি জমাট বেঁধে যাতায়াতের রাস্তা একেবারেই বন্ধ হয়ে গেছে। তাই জরুরি কাজের জন্য হাটু পানিতেই রাস্তা পারাপার হচ্ছে সাধারণ মানুষ। 

 

এবিষয়ে পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুম জানান, দুধঘাটা বটতলা বাজারে জলবদ্ধতার বিষয়টি আমি জানতে পেরেছি। এখন বর্ষাকাল তাই শুধু এখানে নয় বাংলাদেশের অনেক জায়গায়ই জলবদ্ধতা তৈরি হচ্ছে।

 

আমার ইউনিয়নে এই জলবদ্ধতা নিরসন ও রাস্তা সংস্কারের জন্য খুব দ্রুত কাজ শুরু করা হবে। যদি সরকারি অর্থায়নে এই কাজটি করা সম্ভব না হয় তাহলে আমার ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিবো। আমি সর্বদা সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করে যাওয়ার চেষ্টা করি। আশা করি এই কাজটিও আমি সম্পূর্ণ করতে পারবো। 
 

সম্পর্কিত বিষয়: