নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

২৭ এপ্রিল ২০২৪

জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল : টিপু 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২১:০৮, ২৫ মার্চ ২০২৪

জিয়াউর রহমানের নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছিল : টিপু 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, ১৯৭১ সনে ২৫ মার্চের এই দিনে সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

জিয়াউর রহমানের নেতৃত্বে দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে এদেশ স্বাধীন হয়েছিল। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করছি। পাশাপাশি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। 

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির আওতাধীন ১৪, ১৫ ও ১৬নং ওয়ার্ড বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্যে রাখতে গিয়ে তিনি এসব কথা গুলো বলেন।

সোমবার (২৫ মার্চ) বাদ আছর শহরের মন্ডলপাড়ায় ১৪, ১৫ ও ১৬নং ওয়ার্ড বিএনপির যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, দেশের গণতন্ত্র নেই, বাক স্বাধীনতা নেই, সংবাদপত্রের স্বাধীনতা নেই, মানুষের ভোটের অধিকার নেই ভাতের অধিকার নেই। দেশে ভোটের কাজ চুপির মাধ্যমে দিনের ভোট রাতে দেওয়া হয়। এবং সর্বশেষ ডামি নির্বাচন। 

এই সকল অন্যায়ের বিরুদ্ধে আমাদের সকলের নেতা আমার রাজনৈতিক অভিভাবক জননেতা তারেক রহমান শুধু আট হাজার কিলোমিটার দূরে থেকো এদেশের মানুষের মুখে হাসি ফুটানোর জন্য একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছেন। 

ঈদের পরে নতুন কর্মসূচির ঘোষণা আসবে আপনারা সবাই প্রস্তুত আছেন তো। ইনশাল্লাহ ঈদের পরে আমরা সেই কর্মসূচিতে রাজপথে থাকবো। এবং বুকের তাজা রক্ত দিয়ে হল তা প্রমাণ করব।

আমরা দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবো এবং এদেশের সার্বভৌমত্ব রক্ষা করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো আমাদের নেতা জননেতা তারেক রহমানকে দেশের মাটিতে বীরের বেশে ফিরিয়ে আনব ইনশাআল্লাহ।

১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী মনির হোসেনের সভাপতিত্বে ও ১৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খান, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এড. রফিক আহমেদ, ডা. মজিবুর রহমান, রাশিদা জামাল, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, , নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সেলিম আহমেদ, নাজমুল হক, মাকিত মোস্তাকিম শিপলু, লিংকন খান, ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ রানা, সাংগঠনিক সম্পাদক শওকত হোসেন, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাসুদ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শওকত আলী, ১৬নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন, ১৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী জিয়াউল হাসান নাঈম, ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ, গোগনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন, মহানগর যুবদল নেতা ফয়েজ উল্লাহ সজলসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।