নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বুধবার,

২৮ মে ২০২৫

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে মহানগর যুবদলের ৫ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ 

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৩, ২৬ মে ২০২৫

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে মহানগর যুবদলের ৫ দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ 

বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবাষির্কী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচির গ্রহণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নারায়ণগঞ্জ মহানগর।

সোমবার (২৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল ও সদস্য সচিব সাহেদ আহমেদ এ কর্মসূচির ঘোষণা করেন।  

৫দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কুরআন খানি, ফাতেহা পাঠ, দোয়া মাহফিল ও অসহায় দুঃস্থদের মাঝে রান্না করা খাবার, বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়- বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করার জন্য আগামী ৩০মে থেকে ৩ জুন পর্যন্ত ৫দিনের কর্মসূচি গ্রহণ করেছে নারায়ণগঞ্জ মহানগর যুবদল।

নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন নারায়ণগঞ্জ সদর, সিদ্ধিরগঞ্জ, বন্দর ও বন্দর উপজেলাসহ মহানগরের ২৭টি ওয়ার্ড এবং ৭টি ইউনিয়নে যথাযোগ্য মর্যাদায় পৃথক পৃথক ভাবে এ কর্মসূচি পালন করা হবে।

এর আগে জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আওতাধীন সকল থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদলের নেতৃবৃন্দদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।