
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির উদ্যোগে কালো পতাকা হাতে নিয়ে মৌন মিছিল কর্মসূচি পালিত হয়েছে।
মহানগর বিএনপির কর্মসূচিতে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির নেতাকর্মীরা। সংগঠনের সভাপতি মাসুদ রানা এবং সাধারণ সম্পাদক এডভোকেট এইচএম আনোয়ার প্রধানের নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী মিছিল নিয়ে মূল কর্মসূচিতে যোগ দেয়। মিছিলে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির অন্তর্গত ৮ টি ওয়ার্ড এবং দুটি ইউনিয়নের নেতৃবৃন্দ অংশগ্রহণ করে।
শুক্রবার ( ১৮ জুলাই) বিকেল চারটায় শহরের মিশনপাড়া হোসিয়ারি সমিতির সামনে থেকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কালো পতাকা হাতে নিয়ে মৌন মিছিলে অংশগ্রহণ করেন। মৌন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নারায়ণগঞ্জ কলেজের সামনে এসে সমাপ্ত।