নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

শনিবার,

১৯ জুলাই ২০২৫

শামীম ওসমান বলেছিলো আমাদের সাথে বন্ধুকের খেলা খেলবে : আখতার হোসেন

নারায়ণগঞ্জ টাইমস:

প্রকাশিত:২১:৩৬, ১৮ জুলাই ২০২৫

শামীম ওসমান বলেছিলো আমাদের সাথে বন্ধুকের খেলা খেলবে : আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, আওয়ামী লীগ বাংলাদেশি রাজনৈতিক দল না। আওয়ামী লীগ ভারতীয় দল। এ কারণেই তারা বলে ভারতকে যা দিয়েছি ভারত সেটা আজীবন মনে রাখবে।

আমরা বলি শুধু তোমাদের জীবদ্দশায় নয় তোমাদের পরবর্তী প্রজন্ম যদি ভারতের সেবাদাসত্ব বাংলাদেশে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখে বাংলাদেশের মানুষ মেনে নিবে না। আওয়ামী লীগের প্রতিবারের নির্বাচনে আওয়ামী লীগের সেবাদাস জাতীয় পার্টি ১৪ দল।

তারা বাংলাদেশে মানুষের সঙ্গে গাদ্দারি করে গণতন্ত্রকে হত্যা করে আওয়ামী লীগের ডামি নির্বাচনগুলো বৈধতা দিয়েছে। আওয়ামী লীগের সকল দোসরকে অবিলম্বে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আওয়ামী লীগ অস্তিমজ্জায় সন্ত্রাসী সংগঠন। তাদের মধ্যে ভালো নেতা খুঁজতে গেলে আওয়ামী লীগ উজাড় হয়ে যাবে।

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ন্থ বিজয়স্তম্বে জাতীয় নাগরিক পার্টির পথসভায় তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, একটা দুইটা জায়গায় সন্ত্রাসী হামলা করে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। আমাদের ভাইয়েরা আমাদের সামনে জীবন দিয়েছে আর শপথ নিয়েছি এই বাংলাদেশে আওয়ামী সন্ত্রাসীদেরকে কখনও ফিরে আসতে দিবো না। আওয়ামী লীগকে ফেরানোর জন্য ভারতীয় শক্তিগুলো একযুগে মাঠে নেমেছে। বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব নিয়ে তারা আমাদের হুমকি দেখাতে চায়।


তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় মানুষ। এদেশের মানুষ আওয়ামী লীগের ফাউল খেলায় যোগ দিতে চায় নাই। ১৪ ও ১৮ এর নির্বাচনে এদেশের মানুষ আওয়ামী লীগকে দেখয়িছে তোমাদের ফাউল তোমরাই বিতাড়িত হয়ে যাবে।

কুখ্যাত শামীম ওসমান বলেছিলো, ওরা আমাদের সাথে বন্ধুকের খেলা খেলবে, সন্ত্রাসীর খেলা খেলবে। আর আমাদের শহীদ ভাইয়েরা বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে উৎখাত করেছে।

এসময় আরও উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী প্রমুখ।