
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের ১৫নং যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া ও অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল। মঙ্গলবার ( ২ সেপ্টেম্বর) বিকেলে শহরের মন্ডলপাড়াস্থ রেলীবাগানে ১৫নং ওয়ার্ড যুবদলের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময়ে বিএনপি'র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
নারায়ণগঞ্জ মহানগর যুবদলের কমিটির ১ম সদস্য রাফি উদ্দিন রিয়াদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক নূরে এলাহী সোহাগ, বন্দর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সভাপতি শাহাদুল্লাহ মুকুল, নারায়ণগঞ্জ সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম আপন, পারভেজ খান, শেখ মাগফুর ইসলাম পাপন, হাবিবুর রহমান মাসুদ, বন্দর উপজেলা স্বেচ্ছাসেব দলের আহ্বায়ক সোহেল প্রধান।
এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা যুবদলের নেতা মো. রানা, মো.তূর্য, ১৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি পদপ্রার্থী মো:আবির দেওয়ান, ১৫ নংওয়ার্ড যুবদল নেতা আওলাদ হোসেন, হানিফ মিয়া, মো: জীবন, মো. মিরাজ, মো. মাসুদ, আলামিন আহমেদ, আনোয়ার হোসেন, মো. আরিফ, মো. আজমির, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো:আসিফ গাজী, ১৫নং ওয়ার্ড স্বেচ্ছাসেব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের নেতা মো. কাউসার আহমেদ, মো. মোবারক হোসেন, মো. রিগান, মো. আলমগীর, ১৮নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. রুবেল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. হোসেন প্রমুখ।