
আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিক মিনহাজ আমানকে মারধর করা সিদ্ধিরগঞ্জের বিএনপি নেতা ইকবাল হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারে তোড়জোড় চলছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
গত বছরের ১৩ ডিসেম্বর তাঁকে বহিষ্কার করেছিল বিএনপি।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজবী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি তাঁর বহিষ্কারাদেশে উল্লেখ করেছিলো "দলীয় নীতি ও আদর্শের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আজ ১৩ ডিসেম্বর ২০২৪, শুক্রবার সাংবাদিক মিনহাজ আমার নামে আন্তর্জাতিক গণমাধ্যমের একজন সাংবাদিককে প্রকাশ্য শারীরিকভাবে আঘাত ও লাঞ্ছিত করার ভিন্ন অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নারায়ণগঞ্জ জেলাধীন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এদিকে ৮ মাস পর তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে জনমনে মিশ্র প্রতিক্রিয়া ও নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের মতে , বিএনপির চলমান শাস্তিমূলক ব্যবস্থা কি তাহলে আইওয়াশ?