
জেলা প্রশাসকের মানবিক কার্যক্রমের অংশ হিসেবে নগরীর চুনকা পাঠাগারের সামনে শতবর্ষী ফল বিক্রেতা ফজিলাতুন্নেসার পাশে দাড়ালেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।
এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে শতবর্ষী ফজিলাতুন্নেসাকে উপহার হিসেবে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল, চিনি, লবণ, পিঁয়াজ, আলু, কেক, বিস্কিট, রুটি, নুডুলস, বিছানার চাদর, কাপড় ও নগদ অর্থ প্রদান করা হয়।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে নগরীর চুনকা পাঠাগারের সামনে তাকে এই উপহার সামগ্রী দেওয়া হয়। এই সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা এর মানবিকতার এক অপূর্ব দৃষ্টান্ত আবারও স্হাপন করলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, শতবর্ষী ফজিলাতুন্নেসার বয়সের বাঁধা অতিক্রম করে এখনও আত্মসম্মান বজায় রেখে কারো সাহায্যের অপেক্ষা না করে নিজের জীবিকা নিজে অর্জনের এই সংগ্রামকে সকলের জন্য অনুসরণীয় বলে তিনি উল্লেখ করেন।
ফজিলাতুন্নেসার এই সংগ্রাম আমাদের বাংলার আবহমান কালের মা বোনদের সংগ্রামী মনের পরিচায়ক বলে তার ভুয়সী প্রশংসা ও করেন জেলা প্রশাসন জাহিদুল ইসলাম মিঞা।
জেলা প্রশাসক আরো বলেন, জেলা সমাজ সেবা অফিসের মাধ্যমে ফজিলাতুন্নেসার বয়স্ক ভাতার কার্যক্রম দ্রুত সম্পন্ন করা হবে।
এছাড়াও ফজিলাতুন্নেসার মতো যারা নিজেদের জীবন সংগ্রামে সকল বাঁধা এড়িয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে জেলা প্রশাসন তাদের পাশে থাকার ও প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব আলমগীর হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জনাব নাইমা ইসলাম সহ জেলা সমাজ সেবার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।