
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির র্যালিতে মিছিল নিয়ে যোগদান করেছে সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডস্থ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আলোচনা সভা শেষে র্যালিটি অনুষ্ঠিত হয়।
৭নং ওয়ার্ড যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি দুলাল মিয়ার সার্বিক সহযোগিতায় উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জের ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোল্লা মোহাম্মদ সাখাওয়াত, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, শফিকুল ইসলাম মিন্টু, স্বপন মিয়া, মাসুদ মাস্টার, আলী দেওয়ান, মোহাম্মদ আলী, মালি, সোহেল, শাহ আলম, জসিম, মানিক মাহমুদ, সামাদ, সানোয়ার হোসেন, আলমগীর হোসেন, ছাত্রদল নেতা নয়ন, শাওন, মোক্তার হোসেন, আব্দুর রহমান, সেলিম মাহমুদ, পাপ্পু ও রিংকু মাতবর প্রমূখ।