
বন্দরে ২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চায়না সজিব (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী চায়না সজিব বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ উত্তরপাড়া এলাকার মৃত নুরুল ইসলাম মিয়ার ছেলে।
ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক মোঃ ফারুক হোসেন বাদী হয়ে ধৃত মাদক ব্যবসায়ী বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ১(৯)২৫। ধৃতকে উল্লেখিত মাদক মামলায় ওই দিন দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
এর আগে সোমবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায় বন্দর থানার মদনগঞ্জ বটতলা মিঠু খানের বাড়ি সামনে পাঁকা উপরে অভিযান চালিয়ে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, ধৃত চায়না সজিব একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘ দিন ধরে মদনগঞ্জ বটতলা, সৈয়ালবাড়ি ঘাটসহ বিভিন্ন এলাকায় অবাধে মাদক বিক্রি করে আসছিল।