
বন্দর স্টীল মিলের সামনে ডাকাতির প্রস্তুতি ঘটনায় জড়িত থাকার অপরাধে অমিত হাসান (২৮) নামে আরো এক ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃত ডাকাত অমিত হাসান বন্দর থানার সোনাচড়া এলাকার মৃত আরিফ মিয়ার ছেলে।
ধৃতকে বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার রুজুকৃত ৪০(৮)২৫ নং মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে ধৃত ডাকাতদলের তথ্যের ভিত্তিতে বন্দর থানার সোনাচড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে গত রোববার (২৪ আগস্ট) দিবাগত রাত ২টায় বন্দর থানার দেওয়ানবাগস্থ বন্দর স্ট্রিল মিলের গেইটের সামনে পাঁকা রাস্তার উপরে ডাকাতি প্রস্তুতি ঘটনাটি ঘটে। ওই সময় পুলিশ ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় তৈরি ১টি চাইনিজ কুড়াল, ৩টি ছোরা, ১টি চাপাতি ও ১টি ছেন দা উদ্ধারসহ ডাকাত খাইরুল বাদশা (৩২), সোহেল (৩৫),ইমন (২৪), হাসান (২৮), রবিন (৩২) ও শাহ আলম (৩৫)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ডাকাত দীর্ঘ দিন ধরে ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সোনাচড়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের সদস্য অমিত হাসানকে গ্রেপ্তার করতে সক্ষম হই।