নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরে  জুলুস মিছিল  ও আলোচনা সভা অনুষ্ঠিত  

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:২৭, ৩ সেপ্টেম্বর ২০২৫

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরে  জুলুস মিছিল  ও আলোচনা সভা অনুষ্ঠিত  

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বন্দরে জশনে জুলুস মিছিল  ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর)  দুপুরে ঐতিহ্যবাহী মদনগঞ্জ বটতলা থেকে বিশাল জশনে জুলুস মিছিল বের হয়ে নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থান সংলগ্ন মাঠে সমাবেশে পরিণত হয়।

জশনে জুলুসে নেতৃত্ব দেন আওলাদে রাসূল, পীরে কামেল আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল-আবেদী (মা:জি:আ:), চেয়ারম্যান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, সাজ্জাদানশীন ইমামে রাব্বানী দরবার শরীফ।

জুলুস মিছিলে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সাংসদ এড:  আবুল কালাম। জুলুস মিছিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসিক'র সাবেক ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা।

সমাবেশে বক্তব্যে আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বলেন, “মানবতার মুক্তির জন্য রাসূলুল্লাহ (সা.)-কে আল্লাহতায়ালা রাহমাতাল্লিল আলামিন হিসেবে প্রেরণ করেছেন। তিনি আইয়ামে জাহেলিয়াতের অন্ধকার দূর করে শান্তি ও মানবতার ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন। আজ আমাদের জন্য একমাত্র মুক্তির পথ হলো তাঁর আদর্শ অনুকরণ ও অনুসরণ।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আজ আমরা রাসূলুল্লাহ (সা.)-এর মহান আদর্শ থেকে দূরে সরে গিয়ে দুনিয়ার মোহে নিমজ্জিত হচ্ছি। দেশে আইনশৃঙ্খলার অবনতি, সন্ত্রাস, ধর্ষণ, দুর্নীতি বেড়ে গেছে। এমনকি ইসলামের নাম ব্যবহার করে উগ্রবাদীরা মাজার ভাঙচুর, লুটপাট চালাচ্ছে এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছে। এরা নবী বিদ্বেষী ও মিলাদুন্নবী বিদ্বেষী। জশনে জুলুসে হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন। ধর্মীয় স্লোগানে বন্দর এলাকা মুখরিত হয়ে ওঠে।###

সম্পর্কিত বিষয়: