নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫

কাঞ্চন পৌরসভায় অনলাইন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:১৮:৫৪, ৩ সেপ্টেম্বর ২০২৫

কাঞ্চন পৌরসভায় অনলাইন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন

সরকারের লক্ষ্য “দূর্ণীতি ও ভোগান্তিমুক্ত নাগরিক সেবা“ ঘরে ঘরে পৌছে দিতে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে কাঞ্চন পৌর কার্যালয়ে এ অনলাইন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের ঢাকা বিভাগীয় কার্যালয়ের যুগ্ম-সচিব মো. আব্দুর রহিম। 

এতে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ও কাঞ্চন পৌর প্রশাসক তারিকুল আলমের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মনিরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী হাসান আলী, রিয়াদ হোসেন, কার্য সহকারী শহিদুল ইসলাম, সার্ভেয়ার মোস্তফা মোল্লা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে যুগ্ম-সচিব আব্দুর রহিম বলেন, অনলাইন সেবা কার্যক্রমের মাধ্যমে মানুষ তার ঘরে বসেই নাগরিক সেবা পেতে আবেদন করতে পারবে এবং সেবা গ্রহণ করতে পারবে। 

এ পদ্ধতিতে নগদ কোন লেন-দেন হবে না। সরকার নির্ধারিত টাকা-পয়সা ব্যাংকের মাধ্যমে লেনদেন করা হবে। ফলে কোন রূপ ভোগান্তি ছাড়াই গ্রাহকরা তাদের প্রাপ্য সেবা গ্রহণ করতে পারবে। 

এসময় সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক তারিকুল আলম বলেন, নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে আজ অনলাইন সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। এতে করে যারা প্রকৃত সেবাগ্রহিতা তারা পৌরসভা কার্যালয়ে না এসেও বাড়িতে বসে সেবা নিতে পারবেন। 
 

সম্পর্কিত বিষয়: