
রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করে পরিবারের সদস্যরা।
বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে ভুলতা গাউছিয়া আজিজ মার্কেটের সামনে থেকে তাকে অপহরণ করা হয়।
নাছির উপজেলার নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে। এবং গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
অপহৃতের ভাই নুর আলম জানান, গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের অফিস থেকে বেরিয়ে ভুলতা গাউছিয়া এলাকায় মার্কেন্টাইল ব্যাংকে যান।
সেখানে কাজ সেরে বেলা দুইটার দিকে ব্যাংক থেকে বেরিয়ে রাস্তায় এলেই দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসিরকে ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে অপহরণ করে।
একটি সাদা রঙের হাইএস মাইক্রো গাড়ি তার প্রাইভেট কার অবরুদ্ধ করে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।
পরবর্তীতে ড্রাইভার আশিককে কিছুদূর নিয়ে গিয়ে নামিয়ে দেওয়া হয় এবং চেয়ারম্যানের ব্যবহৃত প্রাইভেট কার ঘটনাস্থলেই রেখে যায়।
অপহরণকারীরা ড্রাইভারের ব্যবহৃত মোবাইল ফোনটি নিয়ে যায়। মাইক্রো গাড়িটি ৩০০ ফিট রাস্তা দিয়ে চলে যায়। তাঁর মোবাইল নম্বরে কল দিয়ে বন্ধ পাওয়া যায় বলে জানন তিনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আমরা এই ঘটনা অবগত হয়েছি। পুলিশ নাসির উদ্দীনকে উদ্ধারের কাজ করছে।