নারায়ণগঞ্জ টাইমস | Narayanganj Times

বৃহস্পতিবার,

০৪ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে অপহরণের ৭ ঘণ্টা পর ইউপি চেয়ারম্যানকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ টাইমস

প্রকাশিত:২২:৫৩, ৩ সেপ্টেম্বর ২০২৫

রূপগঞ্জে অপহরণের ৭ ঘণ্টা পর ইউপি চেয়ারম্যানকে উদ্ধার, অপহরণকারী গ্রেপ্তার

রূপগঞ্জে অপহরণের ৭ ঘণ্টার মধ্যে চেয়ারম্যানকে উদ্ধারসহ এক অপহরণকারী গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়  ৩ সেপ্টেম্বর বুধবার বেলা ২ টার দিকে উপজেলার ভুলতা এলাকার আজিজ সুপার মার্কেটের সামনে থেকে চেয়ারম্যান ও তার ড্রাইভার আশিকে অপহরণ করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা৷ চেয়ারম্যান নাসির মিয়া উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকার আব্দুল আউয়ালের ছেলে। 

জানা যায় রূপগঞ্জে ডিবি পরিচয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাসির মিয়াকে অপহরণের ৭ ঘন্টার মধ্যেই ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেছুর রহমান অভিযান চালিয়ে ঢাকা মাওয়া রোডের মাওয়া এলাকা থেকে চেয়ারম্যানকে উদ্ধার করেন।

অপহরণের অপরাধে এসময় জহিউর নামের এক অপহরণকারীকে আটক করেছেন। অপহরণকারী জহিউর বরগুনা জেলার বামনা থানার গলাঘাটা এলাকার মিজানুর রহমানের ছেলে।

নাসির মিয়ার ছোট ভাই নুর আলম ভুইয়া জানান, নাসির মিয়া গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। বুধবার বেলা ২টার দিকে নাসির মিয়া তার প্রাইভেটে গাড়িতে করে ভুলতা এলাকার আজিজ মার্কেন্টাইল ব্যাংকে কাজে যায়।

কাজ শেষ করে মার্কেন্টাইল ব্যাংক থেকে বের হলে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে জিম্মি করে ডিবি পরিচয়ে নাসির মিয়া ও তার গাড়ির চালক আশিককে সাদা মাইক্রোবাসে অপহরণ করে তুলে নিয়ে যায়।  

এ সময় অপহরণকারীরা নাসির মিয়ার মালিকানাধীন প্রাইভেটকারটি ভুলতা এলাকায় ফেলে রেখে যায়। অপহরণকারীরা নাসির মিয়া ও তার চালক আশিককে নিয়ে ৩০০ ফিট হয়ে ঢাকার দিকে চলে যায় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলো। 

ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান জানান অপহৃত নাসির মিয়াকে মাওয়া রোডের মাওয়া এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।

এসময় জহিউর নামের এক অপহরণকারীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।

সম্পর্কিত বিষয়: