
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বসতবাড়িতে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ ৫ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কাঁচপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান।
দগ্ধরা হলেন- তিন্নি (১২), মুন্নি (১৪), মৌরি (৬), মানব চৌধুরী (৪০) এবং বাচা (৩৮)।
তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী সবিনয় দাস জানান, বাড়িটির নিচ তলায় ভাড়া থাকে ওই পরিবার। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সঙ্গে সঙ্গে একটি বিকট শব্দে বিস্ফোরণ হয়। পরে তাদের চিৎকার শুনে আশপাশের সবাই গিয়ে বাসার আগুন নেভায়। এরপর তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।
এ বিষয়ে শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, আগুনের খবর আমরা পাইনি। কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সার্জারি চিকিৎসক শাওন বিন রহমান বলেন, একই পরিবারের ৫ সদস্য আমাদের এখানে ভর্তি হয়েছে। দগ্ধদের মধ্যে তিন্নি ২২ শতাংশ, মুন্নি ২৮ শতাংশ, শিশু মৌরি ৩৬ শতাংশ, মানব চৌধুরী ৭০ শতাংশ এবং বাচা নামে এক নারী ৪৫ শতাংশ পুড়ে গেছেন।